Skip to main content

ক্রেডিট অফিসার

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ১৯৯৩ সাল থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি সমাজসেবা, এনজিও ব্যুরো এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তক অনুমোদিত। বর্তমানে সংস্থা ১৮টি প্রকল্প/কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আইন ও মানবাধিকার, দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, জেন্ডার ও নারীর ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, ঋণ ও সঞ্চয় কার্যক্রম বাস্তবায়ন করছে। দরিদ্র, অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে আসছে। সংস্থার ”মাইক্রোফিন্যান্স কর্মসূচির” আওতায় নিম্মোক্ত পদে যোগ্য, উদ্দমী ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্রগ্রাম, চাঁদপুর, কুমিল্লা ও ভোলা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মুল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি এবং ক্রেডিট অফিসার পদের জন্য সোনালী ব্যাংক বা সিটি ব্যাংক পিএলসি হতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এর নামে ২০০/- টাকার ব্যাংক-ড্রাফ্ট/পে-অর্ডারসহ মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক দরখাস্ত আগামী ১৫/১২/২০২৪খ্রি. তারিখের মধ্যে নিম্ম স্বাক্ষরকারীর বরাবর পৌছানোর জন্য অনুরোধ করা হলো। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য.  Website: www.sagarika-bd.org or bdjobs.com ভিজিট করুন।

দরখাস্ত পাঠানোর ঠিকানা: 

বরাবর

নির্বাহী পরিচালক

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা

চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী

Job Summary

সুত্র নং ১০৬৩৫০(৬)/২০২৪
তারিখঃ ১৭/১১/২০২৪খ্রি.
এম.আর.এ সনদ নং-০০৫০৮-০০০৬২-০০১১৭

পদের নাম: ক্রেডিট অফিসার (কিছু সংখ্যক) নারী /পুরুষ)

বয়স: অনূর্ধ-৩৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাশ/চার বছরের কৃষি ডিপ্লোমা পাশ।স্নাতক এ কমপক্ষে ২য় বিভাগ বা জিপিএ ২.৭৫ হতে হবে।

বেতন: শিক্ষানবীশকাল ৬ (ছয়) মাস। শিক্ষানবীশকালে দুপুরের খাবার ও যাতায়াত ভাতাসহ সর্বসাকূল্যে বেতন পাবেন ২২,১০০/- টাকা। চাকুরী স্থায়ীকরণ হলে সংস্থার বেতন স্কেল অনুযায়ী, পিএফ, দুপুরের খাবার ও যাতায়াত ভাতাসহ সর্বসাকুল্যে বেতন হবে ২৮,১০০/- টাকা। এছাড়াও উৎসব বোনাস, বৈশাখী ভাতা, গ্রাচুইটি ও গ্রুপ ইন্সুরেন্স এর সুবিধা পাবেন।

Top